শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | EXCLUSIVE: বলিউডে শুধু কাহিনিকার নয় এবার পরিচালক হিসাবেও কাজ করব: বিপ্লব গোস্বামী

শ্যামশ্রী সাহা | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৬ মার্চ ২০২৪ ১৫ : ০৭


দুই নববধূ হারিয়ে যায় স্টেশনে। বদলে যায় তাদের জীবন। নেপথ্যে ঘোমটা! গ্রাম থেকে শহর— এখনও দেখা যায় ঘোমটার আড়াল। একুশ শতকেও এই লিঙ্গ বৈষম্যই ‘লাপাতা লেডিস’-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর গল্পের বিষয়। পুরস্কার মঞ্চ থেকে রুপোলি পর্দায় তাঁর যাত্রার গল্প শুনলেন শ্যামশ্রী সাহা 

প্রশ্ন: এক গল্পেই বলিউড বাজিমাত?
বিপ্লব: ওই আর কি। গল্পটা নিয়ে খুব ধীরে এগিয়েছি। ছোটবেলায় পড়াশোনায় ভাল হলেও ইচ্ছে ছিল পরিচালক-কাহিনিকার হব। কোনও দিন আর অন্য কিছু নিয়ে ভাবিনি। কীভাবে ভাল ফিল্মমেকার হওয়া যায়, সেই চেষ্টা করেছি। ধৈর্য হারাইনি।

প্রশ্ন: একুশ শতকে ঘোমটা প্রথা নিয়ে লেখার ভাবনা কীভাবে? 
বিপ্লব: পুরুষ ও মহিলাদের মধ্যে বৈষম্য ছোটবেলা থেকেই চোখে পড়ত। আমাকে ভাবাত। যত বড় হয়েছি এই সমস্যা আরও বেশি চোখে পড়েছে। একুশ শতকেও এই বৈষম্য আছে। দেশেও আছে বিদেশেও আছে। এসআরএফটিআই-তে যখন পড়াশোনার সুযোগ পাই তখন এই বিষয় নিয়ে লেখার ইচ্ছে হয়। তথ্য সংগ্রহের কাজ শুরু করি। কয়েক বছর আগে একটা গ্রামে গিয়েছিলাম। একটি মেয়ে মাঠ দিয়ে যাচ্ছে। দূর-দূরান্তে কেউ নেই। অথচ ওর বুক পর্যন্ত ঘোমটা টানা। বিষয়টা আমাকে নাড়া দিয়েছিল। চারপাশে কোথাও কোনও পুরুষ বা মানুষ নেই, অথচ ওর মাথায় ঘোমটা! একজনকে বলতে শুনেছি, সারাজীবন তো ঘোমটাই টানলাম। এখন বয়স হয়ে গিয়েছে, ঘোমটা খুলে কী করব? এত দিনের অভ্যাস ঘোমটার ভিতর দিয়ে দেখা। এখন ঘোমটা খুললেই চারপাশটা লালচে লাগে। একবার ক্যাবে কোথাও একটা যাচ্ছিলাম। হঠাৎ ড্রাইভার একজন মহিলাকে (উনি গাড়ি চালাচ্ছিলেন)উদ্দেশ্য করে বলে উঠল, ‘‘ইসলিয়ে অওরত কো গাড়ি চালা না নহি চাহিয়ে।’’ এই সব বিষয় ভাবিয়েছিল।

প্রশ্ন: চিত্রনাট্য নিয়ে প্রতিযোগিতায় কেন এলেন?  
বিপ্লব: চিত্রনাট্যটা অনেকদিন পড়ে ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন লিখতে শুরু করি তখনই কেন জানি না মন বলছিল, এই বিষয় নিয়ে ছবি করলে সেটা একটা আলোড়ন তুলবে। হঠাৎ করেই কম্পিটিশনে যোগ দিই। মনে হয়েছিল, যে সব বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তাঁরা আমার স্ক্রিপ্ট পছন্দ করবেন। সেটাই ঘটেছিল। রাজকুমার হিরানির আমার স্ত্রিপ্ট খুব পছন্দ হয়েছিল। ওঁর সঙ্গে দেখা হতেই উনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘’লোগ ইয়াদ রাখেঙ্গে আপ কা ইয়ে স্ক্রিপ্ট।‘’ 

প্রশ্ন: উনি ছবি করতে চাইলেন না? 
বিপ্লব: তার আগেই আমির খান আমাকে ওঁর বাড়িতে ইনভাইট করেছিলেন। বাড়িতে গেলাম। উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর বললেন, ‘‘বিপ্লবজি, বহুত বড়িয়া হুয়া আপকা স্ক্রিপ্ট।’’ সেদিনই জানালেন, উনি এই স্ক্রিপ্ট নিয়ে ছবি বানাতে চান। কিরণ রাও পরিচালনা করবেন। তারপর ধাপে ধাপে সব হল।

প্রশ্ন: আপনার কাছে স্মরণীয় মুহূর্ত…
বিপ্লব: তা তো বটেই। উনি হিন্দি ছবিতে যে ধরনের কনটেন্ট নিয়ে কাজ করেন সত্যিই প্রশংসনীয়। ওঁর সঙ্গে কাজ করতে পারছি, এটাই বড় পাওয়া। 

প্রশ্ন: আপনার লেখা চিত্রনাট্যে আমির খান অভিনয় করুক, চাননি?
বিপ্লব: আমির খান অসাধারণ একজন অভিনেতা। উনি অভিনয় করলে কী হত, জানি না। স্কেচ করার সময় ওই চরিত্রগুলো সামনে দেখতে পেতাম। তার সঙ্গে কাস্টিংয়ের যথেষ্ট মিল রয়েছে। রোমিল মোদি দারুণ কাস্টিং করেছেন। যে চরিত্রে রবি কিষেণ অভিনয় করেছেন সেটা আমির খানের করার কথা ছিল। কিন্তু অডিশনের পর ঠিক হয় রবিজি চরিত্রটা করবেন। আমার গল্পের নায়কের হিরোইজম থাকুক, এটা চাইনি। 

প্রশ্ন: বলিউডে শুটিং, কতটা এনজয় করলেন?
বিপ্লব: শুটিংয়ের সময় কোভিডের একটা ওয়েভ চলছিল। মাঝে মাঝে গিয়েছি। আমিরজি যখন ডাকতেন যেতাম। একবার তো এমন হয়েছে, আগের দিন আমির খানের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসে পরের দিন কোন দৃশ্যের শুটিং হবে সব রেডি। তখন জানা গেল, যাঁরা টিমে ছিলেন তাঁদের সবার কোভিড ধরা পড়েছে। আমরা কেউ গেলাম না। সুস্থ হওয়ার পর শুট হল। মাড আইল্যান্ডে শুট শেষ করেছি। তারপর শুট শেষের পার্টিও হয়েছে। 

প্রশ্ন: আপনার লেখা স্ক্রিপ্টে কোনও বদল করতে হয়েছে?
বিপ্লব: তবে কিছু সংলাপ ও অল্প কিছু দৃশ্য যোগ করা হয়েছে। দিভ্যনিধি শর্মা ও স্নেহা দেশাই কিছু সংলাপ ও দৃশ্য লিখেছেন।



প্রশ্ন: পরিচালক কিরণ রাও কেমন? 
বিপ্লব: খুবই ব্যলান্সড। ব্রিলিয়ান্ট ডিরেক্টর। ভাল মানুষও। দক্ষ হাতে ছবি পরিচালনা করেছেন।

প্রশ্ন: সচিন তেণ্ডুলকর, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা সমাজমাধ্যমে গল্পের প্রশংসা করেছেন। প্রিমিয়ারেও নিশ্চয়ই প্রশংসা করেছেন অনেকে?  
বিপ্লব: সবাই গল্পের প্রশংসা করেছেন। প্রিমিয়ারে করণ জোহর, সলমন খান এসেছিলেন। কঙ্কনা সেনশর্মা তো ছবি দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ওঁকে জিজ্ঞেস করেছিলাম, কেমন লাগল? কথা প্রসঙ্গে উনি যখন জানতে পারলেন গল্পটা আমার লেখা উনি বলেছিলেন, ‘‘ছবি দেখতে দেখতে বারবার মনে হয়েছে, গল্পটা কে লিখেছে!’’ 

প্রশ্ন: টালিগঞ্জের প্রথম সারির পরিচালকদের ফোন পেলেন?
বিপ্লব: না পাইনি। 

প্রশ্ন: বলিউড থেকে আর কোনও অফার?
বিপ্লব: পুরস্কার পাওয়ার আগেও অফার ছিল। এখনও আছে। বলিউড, টলিউড সব জায়গা থেকেই কাজের প্রস্তাব এসেছে। এবার শুধু কাহিনিকার নয়, পরিচালক হিসাবেও কাজ করব। 

প্রশ্ন: আপনার আগামী ছবির গল্পও মহিলাদের সমস্যা নিয়ে?
বিপ্লব: জেনডার ইক্যুয়ালিটি নিয়ে আরও কাজ করতে চাই। শহরে, গ্রামে কোথাও এই সাম্য দেখা যায় না। এটা বহু বছর ধরে চলে আসা একটা সংস্কার। এই বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। পুরুষ বা মহিলা নয়। মানুষ হিসাবে ভাবতে হবে। কয়েকটা গল্প লিখেছি যেখানে এই বিষয়েরই অন্য প্রতিফলন দেখা যাবে। সেটা নিয়েই আমার পরের বাংলা ছবি। গতানুগতিকতার বাইরে। 

প্রশ্ন: বলিউডে প্রথম ছবি সফল, হিন্দি ছবি না করে বাংলা ছবি করার কথা ভাবছেন কেন?
বিপ্লব: আমার পরের গল্পের ক্ষেত্রে বাংলা ছবিই পারফেক্ট। এটা অনেক রিসার্চ করে লিখেছি। শুরু থেকেই এই গল্প নিয়ে বাংলা ছবি করব এটা ঠিক করে রেখেছিলাম। গল্পের চরিত্রগুলো বেশ স্ট্রং। 

প্রশ্ন: বাংলা ছবির ক্ষেত্রে প্রযোজক পাওয়া সমস্যার এই বিষয়ে কিছু ভেবেছেন
বিপ্লব: কোনও কিছুই তো সহজে আসে না। চেষ্টা করে যাব।  




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

Breaking: তথাগতর বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রৌনক! কী হবে এই সম্পর্কের পরিণতি?...

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



03 24